29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

রংপুরের পথে সৈয়দপুরের ১১ হাজার নেতাকর্মী

চিকলী নিউজ : রংপুর জিলা স্কুল মাঠে আজ বুধবার দুপুরে মহাসমাবেশে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে নীলফামারীর সৈয়দপুর থেকে প্রায় ১১ হাজার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ওইসব নেতা-কর্মীরা দুই শতাধিক বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সাথে। তিনি জানান, মিনি ও বড় বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস রয়েছে প্রায় দুই শতাধিক। এছাড়া মোটরসাইকেল যোগে হাজারো নেতাকর্মী সমাবেশে যোগদান করবে। সকাল ৮টা থেকে শহীদ স্মৃতি পার্কে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। অনেকেই দুপুরের খাবার সাথে নিয়ে এসেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা রংপুরে পৌঁছে গেছেন।

জেলার বাইরের উপজেলা থেকে নেতাকর্মীরা বাস-ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে জনসভাস্থলের দিকে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতাকর্মীদের বাইরে বিপুল সংখ্যক সাধারণ মানুষও রয়েছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়