29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মোছা. সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পুুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা পর্বের পরই প্রথমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৩ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ –২০২৩ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পর্যায়ে কেরাত, হাম্দ/নাত, রচনা, উপস্থিত বক্তৃতা, স্বরচিত কবিতা আবৃত্তি, বির্তক, তাৎক্ষণিক অভিনয়, সংগীত, নৃত্য, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্ল গাইডস, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ স্কাউটস্ গ্রুপ, শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক), শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা), শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে (কলেজ) পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সংশ্লিষ্ট ইভেন্টে বিজয়ী  ও শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সনদপত্র, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়