26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদের মানববন্ধন

চিকলী নিউজ : অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ২৪ জুলাই সন্ধায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  
 সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি (রংপুর অঞ্চল) এর মো. মাহবুবার  রহমান।
 এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর  সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোনায়মুল হক এবং  আইডিইবি সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম এটি সঞ্চালনা করেন।
 বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রকৌশলী মোঃ তহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশিত ও প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবি দীর্ঘদিন যাবত বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 
বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে একটি স্পেশালইনক্রিমেন্ট, ৫০ ভাগ পদোন্নতির কোটা, বাংলাদেশ ন্যাশনালবিল্ডিং কোড, ঢাকা ইমারতনির্মাণ বিধিমালা, জনস্বার্থ বিরোধী ধারা-উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ ভাগ শিক্ষক সংকট নিরসন বিষয়ে বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে  বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী  সংগ্রাম পরিষদের চার দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় আগামী সেপ্টেম্বর মাসে কঠোর আন্দোলন কর্মসূচির  হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে মিছিলটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা অফিসে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রলালয় কমিটির সুপারিশের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোং -২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও আপত্তিকর ধারা- উপধারা সংশোধনপূর্বক অবিলম্বে সংশোধিত গেজেট প্রকাশ, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে শিক্ষক সংকট দূরীকরণ,  শ্রেণিকক্ষ, ল্যাব,ওয়ার্কসপ সংকটসহ পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসির  শিক্ষকদের পদোন্নতি প্রদান  ও সরকার অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে চার বছরই বহাল রাখা উল্লেখ্যযোগ্য।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়