সাদ্দাম হোসেন (নীলফামারী) : নীলফামারীতে আন্তঃদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় কৌশলা রানী (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বামন ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কৌশলা রানী ওই এলাকার কৃষক সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল চড়াতে যান কৌশলা রানী। এরপর পাশের পাট খেত থেকে পাট শাক তুলে বাড়ি ফেরার সময় ছাগলটি রেললাইনের ওপর দেখতে পান তিনি। এ সময় পার্বতীপুর থেকে চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি আসতে থাকে। তিনি ছাগলটিকে বাঁচানো চেষ্টা করতে এগিয়ে যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।