হামিদুল ইসলাম বাবু (চিকলী.নিউজ, হরিপুর প্রতিনিধি) : ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় চত্ত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদচত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক প্রদীপকুমার পাল খোকনের সভাপতিত্বে সকাল ১০টায় দলীয়কার্যালয় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত, দোয়াওমিলাদ মাহফিল হয়।আলোচনাসভায় সংক্ষিপ্ত বক্তব্যরাখেন হরিপুরউপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতিবীর মুক্তিযোদ্ধান গেনকুমারপাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক এহসানুলহক বাবু,মানিকহোসেন, মুকুলহোসেন ও আসাদুজ্জামান শাহিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।