চিকলী নিউজ : নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী দেওয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন বাবুল।
কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মসিউর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের নেতা শাহিন হোসেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিব ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ প্রমূখ।
এ সময় সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, জাতীয় পার্টিকে ছাড় দেওয়াত প্রতিবার এ আসন থেকে আওয়ামীলীগ বঞ্চিত হচ্ছে। আর আওয়ামীলীগের সমর্থনে সংসদ সদস্য নর্বাচিত হওয়ার পর জাতীয় পার্টির এমপিরা লুটপাট ও তাঁদের দলের লোকজন নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের বদনাম হয়।
তিনি আর বলেন, সৈয়দপুর-কিশোরগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চেস্টায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আসনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি জানান তিনি।