নুর আলম সিদ্দিক,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর মনমথপুর আইডিয়াল কলেজের নির্মাণাধীন ৪তলা বিশিষ্ট একটি নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নতুন এই ভবনের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন মনমথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান। এ বিষয়ে মনমথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, অত্র প্রতিষ্ঠানটির নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজটি সরকারের তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক (সংশোধিত-২) প্রকল্পের আওতায় চলমান রয়েছে। এছাড়াও তিনি জানান, ছাদ ঢালাই কাজ ছাড়াও পুরো ভবন নির্মাণের কাজটি সুক্ষ্মভাবে পরিচালনার জন্য মনমথপুর আইডিয়াল কলেজে ‘নতুন ভবন নির্মাণ’ নামক একটি কলেজ কমিটি করা হয়েছে।এই কমিটির মাধ্যমেই আমরা কলেজের নতুন ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। কলেজসূত্রে আরও জানা যায়, ৪তলা বিশিষ্ট নতুন এই ভবনটি আয়তনে ৩২০০ স্কয়ার ফিট এবং এই ভবনটির নির্মাণ বাবদ বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২ কোটি ৫৮ লক্ষ ২১ হাজার ৫১৮ টাকা।
পার্বতীপুরে মনমথপুর আইডিয়াল কলেজের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
