26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মো. মিজানুর রহমান লিটন নির্বাচিত

চিকলী নিউজ : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে (সৈয়দপুর উপজেলা) সাধারণ সদস্য পদে মো. মিজানুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর তালা প্রতীকে ২৯ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আনোয়ার হোসেন প্রামানিক। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৫ ভোট।

এছাড়াও প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী ফয়েজ আহমেদ (প্রতীক হাতি) ২১ ভোট এবং মো. নুরুল আমিন প্রামানিক (প্রতীক অটোরিকশা) ১৪ ভোট পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুইটি বুথে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের (সৈয়দপুর উপজেলা) সাধারণ সদস্য পদের ভোট গ্রহন করা হয়। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে একটানা ভোট গ্রহন করা হয় বেলা ২টা পর্যন্ত।

নির্বাচনে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ছিল ৮৯ জন। আর নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হয়েছিলেন। এ নির্বাচনে সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

এ কেন্দ্রে চেয়ারম্যান পদে এ্যাড. মমতাজুল হক (আনারস) পেয়েছেন ৫২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (মোটরসাইকেল) পেয়েছেন ৩৭ ভোট। এছাড়া এ কেন্দ্রে সংরক্ষিত সদস্য পদে ইসরাত জাহান (দোয়াত-কলম) ৪৯ ভোট, মোছা: হাসিনা বেগম (হরিণ) ১৫ ভোট, শিউলী আকতার বানু (ফুটবল) ১১ ভোট, মোছা: নাসরিন আকতার (টেবিল ঘড়ি) ৮ ভোট, সুমিত্রা রানী (টেলিফোন) ৪ ভোট ও নুরজাহান বেগম (মাইক) ২ ভোট পেয়েছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়