21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের সংবাদ সম্মেলন 

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- শিক্ষক পেশাজীবি সংগঠনের উদ্যেগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৯ আগস্ট সৈয়দপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন ছিল। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক এতে সভাপতিত্ব করেন। 
বক্তব্য বলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অনয়তম সদস্য প্রকৌশলী আজিজুল ইসলাম কমল,সহসভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম,সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুল ইসলাম, প্রকৌশলী পীযুস কান্তি রায়,সোহেল রানা,আরিফুল ইসলামসহ অনেকে।
সংবাদ সম্মেলনের পুর্বে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
লিখিত বক্তব্যে তারা বলেন,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মান বজায় রাখতে ৪ বছর কোর্স বহাল রাখতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উন্নয়ন উৎপাদনে বিভিন্ন গুরুত্বপুর্ণ দপ্তরসহ সকল ক্ষেত্র অবদান রাখছে। অথচ তারা সরকারী অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সারা দেশের বিভিন্ন দপ্তরে ৫ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মরত। তারা অক্লান্ত শ্রম ও মেধা দিয়ে ডিজিটাল বাংলাদেশকে সহায়তা করে আসছে। তাদের দাবি ৪ বছরের কোর্সকে তিন বছর করা চলবে না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান,পদোন্নতির কোটা শতকরা ৫০ ভাগ এ উন্নীতকরণ,সরকারী, আধা সরকারীসহ বিভিন্ন সংস্থায় কর্মরতদের নুন্যতম বেতন ও পদবী নির্ধারণ করতে হবে। পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বপ্লতা,শ্রেণী কক্ষ,ল্যাব,ওয়ার্কসপ সংকটের সমাধান করতে হবে। পলিটেকনিক, টিএসসি,এসএসসি ভোক ও টিটিসির শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা প্রদান করতে হবে। ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়