38.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ॥ আগুন পুড়িয়ে ধ্বংস

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে মৎস্য সংরক্ষণ আইন- ১৯৫০ ও বিধিমালা- ১৯৮৫এর আওতায় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সে সব আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে ওই অভিযান চালানো হয়েছে।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের নেতৃত্বে উপজেলার কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লিখিত দুটি ইউনিয়নের তিনটি স্থান থেকে ৬টি খরা (ঢেঁকি) এবং ২টি চায়না দুয়ারি মাছ ধরার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ওই সব জাল করে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এনে আগুনে পুঁড়ে ধ্বংস করা হয়েছে।
জব্দ ও আগুনে পুড়ে ধ্বংস করা জালের আনুমানিক প্রায় ৩৫ হাজার টাকা।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হুসাইন ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এ সময় সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় ও থানার সহকারী উপপরিদর্শক (এমসআই) আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়