35.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

নিখোঁজের সাত দিন অতিবাহিত, হদিস মেলেনি সৈয়দপুরের সেই তিন পরিবারের

চিকলী নিউজ : নিখোঁজের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হদিস মেলেনি সৈয়দপুরের সেই তিন পরিবারের সদস্যদের। নিখোঁজ পরিবারগুলোর বাড়িতে ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এখনো ঝুলছে তালা। এদিকে সৈয়দপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।
অপরদিকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাড়িগুলোতে রাতের বেলায় গ্রাম পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন চিকলী. নিউজকে জানান, তাঁর কার্যালয়ের পাশেই ভুজারী পাড়া। এ পাড়ায় তিন সহোদর কমল চন্দ্র সূত্রধর, পরিমল চন্দ্র সূত্রধর ও নির্মল চন্দ্র সূত্রধর। বড় ভাই কমল চন্দ্র পেশায় দিনমজুর। অন্য দুই ভাই পরিমল চন্দ্র ইউনিয়ন কার্যালয় সংলগ্ন পোড়ারহাটে রয়েছে মিষ্টির দোকান এবং ছোট ভাই নির্মল চন্দ্র এ হাটেই রয়েছে মেসার্স শুভ ট্রেডার্স নামে ধান, চাল, গম, ভুট্টার ব্যবসা প্রতিষ্ঠান। 

তিনি বলেন, এলাকায় বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া নির্মল চন্দ্র সূত্রধর স্থানীয় ব্র্যাক, আশা, গাক, পল্লি দারিদ্র্য বিমোচন, টিএমএসএস নামক এনজিওসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অঙ্কের ঋণ নিয়েছেন। এতে ঋণের বোঝা ভারী হয়ে যায়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য হিসেবে ঋণের পরিমাণ প্রায় তিন কোটি টাকা। পরবর্তীতে পাওনাদার এবং ওই সব প্রতিষ্ঠান ঋণের কিস্তির টাকা আদায়ে চাপ দিলে গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতের কোনো এক সময় ওই তিন ভাই পরিবার নিয়ে পালিয়ে যান। 

এ বিষয়ে ওই ইউনিয়নের পূর্ব হাজি পাড়ার পাওনাদার ধান ব্যবসায়ী হেলাল উদ্দিন শাহ জানান, তিনি শুভ ট্রেডার্সের মালিক নির্মল চন্দ্রের কাছে ধান বিক্রির ৩০ লাখ টাকা পাবেন।

খোঁজ নিয়ে জানা যায়, হেলাল উদ্দিন ছাড়াও পাওনাদার মধ্যে নুরজামান জানু ৮ লাখ, নুর আমিন ৩ লাখ, সোহেল চৌধুরী ২০ লাখ, আমু চৌধুরী ১০ লাখ, আব্দুল আলিম নামে এক কৃষক ধান বিক্রির সাড়ে ৩ লাখ টাকা পাবেন। প্রায় ২৫-৩০ জন ক্ষুদ্র ধান ব্যবসায়ী পাওনাদারের তালিকায় রয়েছেন বলে জানান তিনি। এনজিও ছাড়াও সৈয়দপুর শহরের দুটি বেসরকারি ব্যাংক থেকে নির্মল চন্দ্র মোটা অঙ্কের ঋণ নিয়েছেন বলে ওই হাটের একাধিক ব্যবসায়ীরা।

উন্নয়ন সংস্থা ব্র্যাকের নীলফামারী সদরের কাজিরহাট শাখা থেকে নির্মল চন্দ্র সূত্রধর ব্যবসার জন্য ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। যার মাসিক কিস্তি ৩৮ হাজার টাকা। গত বৃহস্পতিবার কিস্তি দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন কিস্তি আদায় করতে এসে তাঁকে ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাড়িতে কোথাও পাওয়া যায়নি বলে জানান ম্যানেজার আইয়ুব আলী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাড়ি ছেড়ে চলে যাওয়া ওই তিন পরিবারের সদস্যদের সন্ধান এখনো মেলেনি। তাদের অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়