চিকলী নিউজ : ২৪শে আগষ্ট সন্ধ্যা ৭:০০-১০:৩০ ঘটিকায় মূর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ১ম পর্বে সাধারণ সভা ও শাখা সম্মেলন এবং ২য় পর্বে ২০২৩-২০২৫ টার্মের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা সংরক্ষিত আসন-২৩ সাংসদ জনাব রাবেয়া আলীম। বিশেষ অতিথি হিসেবে উপšি’ত ছিলেন জনাব প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান (সহ-সভাপতি, কেনিক) সভাপতি, আইডিইবি রংপুর জেলা শাখা, জনাব প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (আহ্বায়ক), ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, রংপুর জেলা শাখা, জনাব প্রকৌশলী মোঃ মান্নান বকসুনিয়া (সভাপতি), আইডিইবি, নীলফামারী জেলা শাখা, জনাব প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান রাশেদ, (সদস্য) উপজেলা আওয়ামী লীগ কমিটি, সৈয়দপুর, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) সদস্য উপজেলা আওয়ামী লীগ কমিটি, সৈয়দপুর উপজেলা এবং জনাব মোছাঃ সানজিদা বেগম লাকী(ভাইস চেয়ারম্যান) সৈয়দপুর উপজেলা পরিষদ, সভাপতি উপজেলা স্য়ৈদপুর মহিলা আওয়ামী লীগ । সভায় অতিথী বৃন্দের আসন গ্রহন শেষে, জাতীয় সংগীত,পরিবেশন, কোরান-তেল্ওয়াত ও গীতা পাঠ অন্তে, সৈয়দপুুর সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হক স্বাগত বক্তব্যে সাধারন সভা ও শাখা সম্মেলন এবং নির্বাচনী র্টাম ২৩-২৫ প্রসঙ্গে বক্ত্রব্য প্রদান করেন এবং আমাদের ২-নং সমস্যা আইডিইবি কেনিক এর নির্দেশনার আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বি এন বি সি) ২০২০-এ ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের অবমূল্যায়ন ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই সম্মেলন হইতে আবার ও অনুরোধ জানানো হয় । প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (আহ্বায়ক), ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, রংপুর জেলা শাখা, আমাদের ১ নং সমস্যা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং শিক্ষা ব্যব¯’াকে হ্রাসকরে ৩ বছরে রুপান্তর করার অযৌক্তিক ও আত্বঘাতি উদ্দোগ অবিলম্বে মাননীয় শিক্ষা মন্ত্রীর প্রতি ব›ধ করার আহবান জানান এবং মাননীয় প্রধান মন্ত্রির হস্তক্ষেপ কামনা করেন। আমাদের ৩ নং সমস্যা প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান (সহ-সভাপতি, কেনিক) সভাপতি, আইডিইবি রংপুর জেলা শাখা, মাননীয় প্রধান মন্ত্রিরপ্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোঠা ৫০% এ উন্নীত করন সহ সকল সরকারি ,আধা-সরকারি,স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্রোবাংলা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনীয়ারিং টীম অনুযায়ী অর্গানোগ্রাম প্রণয়ন, জ্যেষ্ঠতার ভিত্তিতেপদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ইঞ্জিনীয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারন করার দাবী জানান এবং মাননীয় প্রধান মন্ত্রির হস্তক্ষেপ এর মাধ্যমে সমস্যার সুষ্ঠ সমাধান দাবী করেন, আমাদের ৪ নং সমস্যা জনাব প্রকৌশলী মোঃ মান্নান বকসুনিয়া (সভাপতি), আইডিইবি, নীলফামারী জেলা শাখা, উপস্থাপন করেন যে পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা,শ্রেনীকক্ষ,ল্যাব,্ওর্য়াকসপ এর সমাধান সহ পলিটেকনিক, টিএসসি, এসএসসি(ভোক) ও টিটিসির শিক্ষকদের পদোন্নতি দ্বিতীয় শিফট এর শিক্ষকদের সম্মানি ভাতা প্রদান ও ডিপ্লোমাদের কর্মসংস্থানের ব্যাব¯’া করার জন্য এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে সমস্যার সুষ্ঠ সমাধান দাবী জানান।
বিশেষ অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -জনাব প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান রাশেদ, (সদস্য) উপজেলা আওয়ামী লীগ কমিটি, সৈয়দপুর, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) সদস্য উপজেলা আওয়ামী লীগ কমিটি, সৈয়দপুর, জনাব মোছাঃ সানজিদা বেগম লাকী(ভাইস চেয়ারম্যান) সৈয়দপুর উপজেলা পরিষদ, সভাপতি উপজেলা স্য়ৈদপুর মহিলা আওয়ামী লীগ, উল্লেখিত জনপ্রতিনিধিগন আমাদের মাঠে,ঘাটে কাজ করার দক্ষতার প্রশংসা করেন এবং ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদে ৪ দফা দাবী গুলির ন্যাজ্যতা ও আছে বলে ধারনা পোষন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা সংরক্ষিত আসন-২৩ সাংসদ জনাব রাবেয়া আলীম,বলেন আপনারা সকলেই দেশ গড়ার হাতিয়ার, আপনারা সকল কাজ বাস্তবায়নের অগ্রনী ভূমিকা পালন করেন । আপনারা আপনাদের কাজ কর্ম সুষ্ঠ ভাবে পালন করে যান এবং আপনাদের দাবী গুলির স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র ফাইল আকারে প্রদান করলে তিনি সরকারের উ”চ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে সকল প্রকার সহায়তা করবেন। আজকের সাধারণ সভা ও শাখা সম্মেলনের সভাপতি জনাব প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আগামীতে নতুন উদ্যমে ৪ দফা দাবি আদায়ে সুষ্ঠভাবে দায়িত্ব পালনে আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সার্বিক সফলতা কামনা করেন। বর্তমান কমিটির ৩ বছর কার্যকালে সংগঠনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান এবং সকলের সৃস্বাস্থ্য কামনা করে সাধারণ সভা ও শাখা সম্মেলনের ১ম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
২য় পর্বে মঞ্চে ২০২৩-২০২৫ টার্ম এর নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার ১. জনাব প্রকৌশলী মোঃ তাওয়াল্লাদ হোসেন, সহকারী প্রকৌশলী, রেলওয়ে (অবঃ); ২. জনাব প্রকৌশলী শাহ মোঃ মোফাখ্খারুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড; ৩. জনাব প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী, পিজিসিবি; সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ২০২৩-২০২৫ টার্ম এর নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করা হয়। নির্বাচন কমিশনারদ্বয় সকল সদস্যদের উপ¯ি’তিতে নি¤œ লিখিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দেন।
১. মোঃ মোনায়মুল হক, সভাপতি, রেলওয়ে (অবসর); ২. মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি, পিডিবি; ৩. মোঃ আমিনুর রশিদ, সহ-সভাপতি, পানি উন্নয়ন বোর্ড; ৪. মোঃ মোমিনূল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ৫. মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, পিজিসিবি; ৬. মোঃ নুরুজ্জামান, অর্থ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ৭. মোঃ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ৮. মোঃ মিজানুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ৯. মোঃ শাহীনুর আলম শাহ, গ্রš’াগার ও দফতর সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ১০. পীযুষ কান্তি রায়, জনসংযোগ ও প্রচার সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ১১. মোঃ ইমাম জাকারিয়া, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ১২. মোঃ আবুল হাসনাত সরকার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, পিআইও, সৈয়দপুর উপজেলা; ১৩. মোঃ শরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ১৪. মোঃ সোহেল রানা, গবেষণা আইসিটি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে; ১৫. নীপা রাণী রায়, মহিলা ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, শিক্ষিকা; ১৬. মোঃ আব্দুল খালেক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সৈয়দপুর পৌরসভা; ১৭. মোঃ সাজিদ, ছাত্র বিষয়ক সম্পাদক, পিডিবি।