35.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। ভিজিডি কর্মসূচির (ভালনার‌্যাবল গ্রæপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) খাদ্য বিতরণে অনিয়মের অভিযোগে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন গত বুধবার (২৪ আগস্ট) ওই কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে চেয়ারম্যানকে ওই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
অভিযোগে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে চলতি ২০২১-২০২২ইং অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ৭১৬ জন সুবিধাভোগী রয়েছে। প্রত্যেক ভিজিডি কার্ডধারী সুবিধাভোগী বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। গেল জুলাই মাসের ভিজিডির চাল বিতরণ করা হয় গত ২৩ আগস্ট। ওই দিন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী আকস্মিক বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি’র খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান। এ সময় তিনি চেয়ারম্যান কর্তৃক ভিজিডির কার্ডধারী সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্য পরিবহন খরচ বাবদ ৩০ থেকে ৪০ টাকা করে গ্রহনের ঘটনাটি দেখতে পান। শুধু তাই নয়, প্রত্যেক সুবিধাভোগীকে ৩০ কেজি চালের স্থানে ২৭/২৮ কেজি চাল বিতরণের ঘটনাটির প্রমান পান তিনি। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিজিডির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের কোন ওজন পরিমাপক যন্ত্র পাননি।
বোতলাগাড়ী ইউনিয়নের ভিজিডির খাদ্য বিতরণের এ সব অনিয়মের বিষয়ে ইউএনও বরাবরে লিখিতভাবে জানান সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিডির খাদ্য বিতরণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগপেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গত ২৪ আগষ্ট দেওয়া হয়েছে ওই কারণ দর্শানোর নোটিশ। সংশ্লিষ্ট চেয়ারম্যানকে আগামী সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও কারণ দর্শানোর নোটিশের অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার,নীলফামারী জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের নীলফামারীর উপ-পরিচালক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি- ২ শাখার সিনিয়র সহকারী সচিব বরাবরেও প্রদান করা হয়েছে।
এ নিয়ে কথা হলে সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী বলেন, গত ২৩ আগস্ট বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে আমার কাছে যে সব বিষয়ে অনিয়ম পরিলক্ষিত হয়েছে, তা আমি উপজেলা ভিজিডি কমিটির সভাপতি তথা ইউএনও স্যারকে লিখিতভাবে অবগত করেছি। তিনি ভিজিডির কমিটির সভাপতি হিসেবে সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন বলেন, বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিডির খাদ্য বিতরণে বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছ থেকে লিখিত পেয়ে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ওই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়