দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভেসে আসা রাবার ড্যামের নিচ থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত মহিলার গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১৫ আগস্ট সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের রাবার ড্যামের নিচ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার এসআই কমল রায় জানান, স্থানীয় লোকজন দুপুরে আত্রাই নদীতে রাবার ড্যামের নিচে মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এ মরদেহটি উদ্ধার করতে অপারগতা প্রকাশ করলে পুলিশ ডোমসহ স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে।থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. মসলেমউদ্দিন বসুনিয়া জানান, মরদেহের নাড়ীভুড়ি কিছুই নাই। পানির স্রোতের কারণে তা ভেসে যেতে পারে। লম্বা লম্বা চুল দেখে ধারণা করা হচ্ছে এটি মহিলার মরদেহ। ময়নাতদন্ত শেষে ফরেনসিক রিপোর্টের আলোকে পরিচয় নিশ্চিত করা হবে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।