35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সোনিয়া গান্ধীর ফের করোনা শনাক্ত

চিকলী ডেস্ক নিউজ : করোনাভাইরাস থেকে সেরে ওঠার দু’মাস পর আবারও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অন্যতম প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। শনিবার দলটির যোগাযোগবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাজনীতক ও এমপি জয়রাম রামেশ সোনিয়ার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, সোনিয়া গান্ধী বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং সব ধরনের প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে থাকবেন। 

টুইটে জয়রাম বলেন, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী পরীক্ষায় আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সরকারের প্রোটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।

কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টেও এক টুইটে বলা হয়েছে, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।  আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

এর আগে, গত জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের নেত্রী। সেই সময় মানি লন্ডারিংয়ের এক মামলায়  জিজ্ঞাসাবাদের জন্য দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজির হতে পারেননি তিনি। পরে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। 

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়