35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

নীলফামারী জেলার প্রথম ‘ভূমিহীনমুক্ত’ উপজেলা ডিমলা 

ডিমলা প্রতিনিধি : জেলার প্রথম ‘ভূমিহীনমুক্ত’ উপজেলা ডিমলাকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন।

এ সময় প্রধানমন্ত্রী উপজেলার ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদাণ করেন। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২লাখ ৫৯ হাজার টাকা।

এ সময় নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা সহকারি কমিশনা (ভূমি)  ইবনুল আবেদিন, উপজেল ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডোমার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সঙ্গে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। হালনাগাদকৃত চলমান তালিকা অনুযায়ী ডিমলা উপজেলা ‘ভূমিহীনমুক্ত’ হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায় দ্রুত সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়