
চিকলী নিউজ : হট্টগোলের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টায় জাতীয় পার্টি (এ) উপজেলা ও পৌর শাখা শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করে।
বর্ধিত সভার উদ্বোধন করেন জাতীয় পার্টি নীলফামারী জেলা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আদেলুর রহমান আদেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো. রশিদুল ইসলাম, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মো. জয়নাল আবেদীন। সভায় নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ কে এম সাজ্জাদ পারভেজ প্রধান বক্তা ছিলেন।
সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সদস্য সাবেক ছাত্র নেতা ফয়সাল দিদার দীপু’র সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জি এম কবির মিঠু, পৌর জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আলতাফ হোসেন ও জাতীয় যুব সংহতির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রওশন মাহানামা প্রমুখ।
বর্ধিত সভার আলোচনা পর্ব শেষে জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির আহবায়কের নাম ঘোষণাকে কেন্দ্রে করে সভায় কর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। জাতীয় পার্টির নীলফামারীর জেলা আহবায়ক এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী শহরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিককে জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা আহবায়ক ও মো. জুয়েল চৌধুরীকে সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করেন।
এ সময় সংসদ সদস্য আদেলুর রহমান আদলের অনুসারী ও সর্মথকরা সভায় হট্টগোল শুরু করেন। এতে সভাস্থলে কিছুটা বিশৃংখলা পরিস্থিতির উদ্ভব হয়। এ রকম হট্টগোল পরিস্থিতিতে জাতীয় পার্টির সৈয়দপুর পৌর কমিটির আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব হিসেবে মো. রাকিবের নাম ঘোষণা করা হয়। উক্ত বর্ধিত সভায় সৈয়দপুর উপজেলা ও পৌর এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিবসহ প্রায় পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।