চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ায় এলাকায় আশেক আলীর ছেলে আশিক (২) নামে ওই শিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্র জানায়, সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায় আশিক। দুপুরে বাড়িতে শিশুটিকে দেখতে না পাওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরটি থেকে ভাসমান অবস্থায় আশিককে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা এলে মৃত্যুর সত্যতা মেলায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।