পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে তিন কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ মে/২০২২) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলো, হাফিজাবাদ ইউনিয়নের তারেক রহমানের ছেলে শিশির (১৬), পয়গাম আলীর ছেলে নতুন (১৫) ও আক্কাস আলীর ছেলে আবু বক্কর (১৫)। তারা সবাই একই এলাকার।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, মরদেহ পঞ্চগড় সদর হাসপাতালের মর্মে রয়েছে।