30.5 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুর প্লাজায় রেস্টুরেন্টে কলেজছাত্রী ধর্ষনের শিকার, গ্রেফতার ৩

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর শহরের ফুড প্লেস নামের একটি রেস্টুরেন্টে ধর্ষনের শিকার হয়েছে হিন্দু ধর্মালম্বী এক কলেজছাত্রী (১৯)। এ ঘটনায় গত বুধবার (৩০ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে। ধর্ষনের এমামলা পেয়ে পুলিশ দুই ঘন্টার মধ্যে অভিযুক্ত জায়েদ আলী জয়কে (২১) গ্রেফতার করতে সক্ষম হয়। জয় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়া মো. গাজিউর রহমানের ছেলে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, জয়ের স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার দুপুরে  ফুড প্লেসের স্বত্তাধিকারী মো. মাহিন আহমেদ (২২) ও দুবাই রেস্টুরেন্টের মালিক ওয়াহিদকে (২৮) গ্রেফতার করা হয়। বিলাশবহুল বিপনী বিতান সৈয়দপুর প্লাজার ৩য় তলায় এ দুটি প্রতিষ্ঠান অবস্থিত। তারা তাদের রেস্টুরেন্টে ওই কলেজছাত্রীকে ধর্ষক কর্তৃক ধর্ষনের সহযোগিতা করেছে।সূত্র মতে, গত ২০১৮ সালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে জায়েদ আলী জয়ের সঙ্গে পরিচয় হয় ওই কলেজ ছাত্রীর। একসময় জয় তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী তা প্রত্যাখান করে। পরবর্তীতে প্রায় সময় ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন করে উত্ত্যক্ত আসছিলেন ওই যুবক। এ সময় ছাত্রীটির পরিবারের পক্ষ্য থেকে যুবকের পরিবারকে অবগত করা হলে পরবর্তীকে এমনটি হবে না বলে যুবকের পরিবার মৌখিক ভাবে অঙ্গিকার করেন।

২০১৯ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যুবক জয় ওই ছাত্রীকে জরুরী কথা আছে বলে সৈয়দপুর প্লাজাস্থ আপন রেস্টুরেন্টের ডেকে নেয়। সেখানে ছাত্রীটিকে হিন্দু ধর্ম হতে ধর্মান্তরিত করে বিয়ের মিথ্যে প্রলোভনে ধর্ষণ করে। সর্বশেষ ওই যুবক গত ২০ মার্চ ফুড প্লেস রেস্টুরেন্টে পূর্নরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এরপর ফোন করে যুবক জয় ওই ছাত্রীকে সাফ জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয়।এ অবস্থায় নিরুপায় হয়ে কলেজছাত্রী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে  জায়েদ আলী জয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়