35.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

কম দামে টিসিবির পণ্য কিনতে উপচেপড়া ভীড়

চিকলী নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে  নীলফামারী জেলায়  ১ লক্ষ ৫৬ হাজার ৪৭১ জন নিম্ন আয়ের কার্ডধারী পরিবারকে সরকারের  ভর্তুকি মূল্যে টিসিবির পন্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে জেলা সদর উপজেলার রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কার্ডধারীদের হাতে পন্য তুলে দিয়ে জেলায় একযোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব ছাদেক আহমেদ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

টিসিবির পন্য নিতে আসা কার্ডধারীরা সকাল থেকেই দীর্ঘলাইনে দাড়িয়ে পন্য ক্রয় করছেন।সকাল থেকেই টিসিবির পণ্য নিতে মানুষজন ভিড় করছেন কাক্ষিত পয়েন্টে।  জেলার সর্বত্র টিসিবির পন্য নিতে আসা মানুষজন প্রচন্ড রোদকে উপেক্ষা করে লাইনে দাড়িয়ে পণ্য ক্রয় করছেন। তবে কমমুল্যে পন্য হাতে পেয়ে খুশি কার্ডধারীরা। টিসিবির পন্য নিতে আসা তফিজুল ও বাবলু জানান,যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের দাম বাড়ছে তাতে আমাদের মত মানুষ চরম কষ্টের মধ্যে দিন পার করছি। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে এটি একটি ভালো কাজ। রমজানের আগে কমদামে তেল,চিনি,ডাল কিনতে পেরে অনেকটাই চাপমুক্ত। তবে শুধু একদিন দিয়ে শেষ করলে হবেনা। এটা যদি বছরব্যাপি দেওয়া হয় তবে বাজার নিয়ন্ত্রন করা সরকারের পক্ষে সহজ হবে। ডোমার ইউনিয়ন পরিষদে পন্য নিতে আসা রুমি বেগম জানান, রোদে দীর্ঘ লাইনে দাড়িয়ে শরীরটা দুর্বল হলেও পন্য হাতে পেয়ে কিছুটা ভালো লাগছে। আলমগীর হোসেন নামে এক কার্ডধারী জানান, এভাবে যদি নিয়মিত কমদামে পন্য দেওয়া হয় তবে আমাদের মত গরীব মানুষ খেয়ে বেচেঁ থাকতে পারবে। জেলার সবকটি উপজেলায় গিয়ে দেখা গেছে প্রচন্ড রোদকে উপক্ষা করে কার্ডধারী নারী-পুরুষরা দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির পন্য ক্রয় করছেন।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, জেলার ৬ উপজেলা ও ৪ পৌরসভায় নিম্ন আয়ের ১ লাখ ৫৬ হাজার ৪৭১টি ফ্যামিলি কার্ডধারী পরিবার ন্যায্যমুল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। প্রতিকার্ডধারী পরিবার রমজানের আগ পর্যন্ত ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার সয়াবিন,২ কেচি চিনি ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন।এছাড়া রমজান মাসে ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন,২ কেজি চিনি,২ কেজি মসুর ডাল ও ২ কেচি ছোলা কিনতে পারবেন। জেলায় মোট ১৮জন ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম  পরিচালনা করছে।টিসিবির এই বিশেষ কার্ডের পল্য বিক্রয় মনিটরিং করার জন্য উপজেলা ভিত্তিক মনিটরিং টিম ও বিক্রয় কার্যে অব্যবস্থাপনা প্রতিরোধে উপজেলা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়