
তারাগঞ্জ প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলম মিয়া (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলম মিয়ার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাগুড়মারী গ্রামে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় রংপুর থেকে পঞ্চগড়গামী ও সৈয়দপুর থেকে রংপুরগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পঞ্চগড়গামী ট্রাকের চালক আলম মিয়াসহ দুজন গুরুতর আহত হন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইনচার্জ এস এম শরীফ আহমেদ আব্দুল্লাহর নেতৃত্বে আহত দুজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চালক আলম মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান জানান, সড়ক দুর্ঘটনায় চালক আলম মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।