29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

-: কবিতা :-

রাজপথ পার্বতী

নাজমুজ সাকিব……. 


পার্বতীর রাজপথ বিমূর্ষ রয়,

তোমার পদনিসৃত ধূলি ছাড়া।

চরম বিপাকে থাকে পার্বতীর শহরটা, 

তোমার যোগ্য নেতৃত্বের ধারা ছাড়া। 

পার্বতীর হতভাগ্য সন্তানেরা অসহনীয় যন্ত্রণায় ভোগে, 

তোমার নেতৃত্বের শুভাশিস কল্যাণ ছাড়া। 

পার্বতীর সেই শীতার্ত সন্ধ্যায় ভূখারা পান করে,

তোমার আদর্শের বীজ থেকে জন্ম নেয়া ফলের সুধা।

যখন তোমার মসৃণ কণ্ঠে ঝরে রাজনীতির কাব্যকথা,

তখন পার্বতীর জনতার মনে দূর হয় সর্বনাশী চেতনা।

তুমি নেতা পার্বতীর ভূখাদের,কুলি আর যত মজদুরের,

তাই তো তোমার ইশারায় পার্বতীর বুকে সন্ধান মেলে -হাজারো অজানা পথিকের। 

উৎসর্গে : জনাব মোঃ আমজাদ হোসেন,

সাধারণ সম্পাদক,

উপজেলা আওয়ামী লীগ, পার্বতীপুর।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়