
চিকলী নিউজ : নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শহরের আতিয়ার কলোনীস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলচোনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান মিন্টু সংগঠনটির সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজুর সভাপতিত্বে অন্যন্যদের মধ্য বক্তব্য দেন সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আকতারুজ্জামান, সতীর্থের সম্পাদক সারোয়ার রহমান, ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা কমিটি ও সতীর্থের সাবেক সম্পাদক গোলাম রুবায়েদ মিন্টু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাহিত্য সম্পাদক মোস্থাফিজুর রহমান। এর আগে সঙ্গে বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে সংগঠনের সভপতি ও সৈয়দপুর সরকারি কলেজের উপাধাক্ষ নার্জিজ বানুর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনদ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিলত হয়। সেখানে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।