29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

নীলফামারীতে সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক ও সম্মাননা

সাদ্দাম হোসেন (নীলফামারী) : নীলফামারীতে মুক্তিযুদ্ধ ও জাতীয় রাজনীতিতে অসামান্য অবদানের জন্য প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট এ.কে এমডি জোনাব আলীকে (৮৭) সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য অনুমোদন পাওয়া কমিটি ও উপদেষ্টামন্ডলীর অভিষেক অনুষ্ঠানে তাঁকে ওই সম্মাননা প্রদান করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় তিনি প্রবীণ ওই রাজনীতিবিদকে উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধণা জানান। এ সময় নূর বলেন, ‘প্রথমবারের ন্যায় এ ধরণের অনুষ্ঠান আয়োজন একটি নীলফামারীর উদাহরণ। আওয়ামীলীগ একমাত্র দল, যার সঙ্গে জনগণের সম্পর্ক আছে। অনেক দল জনগণের দল হিসেবে দাবি করলেও জনগণের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, আওয়ামী লীগের মত বড় দল আর বাংলাদেশে নেই। আওয়ামী লীগের প্রধান শক্তি কর্মী সমর্থক। নেতৃত্বের সমস্যা নেতাদের মধ্যে দেখা যায়, কর্মীদের মধ্যে সমস্যা দেখা যায় না।’ অনুষ্ঠানে সংবর্ধণা পাওয়া প্রবীণ ওই রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ছিলেন। অংশ গ্রহন করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে তিনি ১৯৫০ সালে মাধ্যমিকে অধ্যয়নকালে ছাত্রলীগে যোগ দেন। ১৯৫২ সালে কলেজ জীবনে ভাষা আন্দোলনের সক্রিয় ছিলেন। ১৯৬৭ সালে নীলফামারী মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে পৌর আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ১৯৯৯ সালে জেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সম্মাননা পাওয়ার অনুভুতিতে অ্যাডভোকেট এ.কে এমডি জোনাব আলী বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমি রাজনীতিতে এসেছি। অনেক চড়াই-উত্তরাই পেরিয়ে গেছে রাজনীতিতে। সে আদর্শ থেকে আমার বিচ্যুতি ঘটেনি। আজকে এ অনুষ্টানে যারা উপস্থিত আছেন, তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তারা সাবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।’ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনছুর ফকির, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়