33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

দিনাজপুরে ট্রাক চাপায় ষষ্ট শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নুর আলম সিদ্দিক (পার্বতীপুর উপজেলা প্রতিনিধি) : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এজেড স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় বাবু। পথে হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে বাবু মারা যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটক করে এবং ট্রাকটিতে ভাংচুর চালায়।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়