চিকলী নিউজ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের জন্য নেই পশু কোরবানির ব্যবস্থা। তাদের খুশির আমেজ ক্ষীণ হতে চলছে। ঘড়ির কাটা ঈদের আগের রাত ১২টা ছুঁইছুঁই। ছাগল নিয়ে বৃদ্ধাশ্রমে গেলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল।
তিনি জানান, বৃদ্ধাশ্রমে আশ্রিতরা যেন পবিত্র ঈদুল আযহার উৎসব থেকে বঞ্চিত না হয়। এজন্য এসপি মোকলেছুর রহমান বিপিএম, পিপিএম স্যার তার পালিত ছাগল পাঠিয়েছেন। এমন খবর পেয়ে ছুটে আসেন ওই বৃদ্ধাশ্রমের পরিচালক সাজেদুর রহমান সাজু।
তিনি জানান, নীলফামারী জেলার একমাত্র বৃদ্ধাশ্রম কিশোরগঞ্জে। এখানে ১৩ জন অসহায় বৃদ্ধ থাকেন। অবশেষে এসপি স্যারের সহায়তায় আশ্রিতদের ঈদ উৎসবে পরিণত হলো।
বৃদ্ধাশ্রমে কোরবানির জন্য পুলিশ সুপারের দেয়া ছাগল হস্তন্তরের সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার তদন্ত (ওসি) এসআই আক্কেল আলী, অধ্যাপক ও সাংবাদিক আবদুর রাজ্জাক, মহিউদ্দিন মাফি প্রমূখ।
ঈদে পালিত ছাগল বৃদ্ধাশ্রমে পাঠালেন নীলফামারীর এসপি
