
চিকলী নিউজ : শপথ গ্রহণ করলেন নীলফামারী জেলার চার উপজেলার ৩১ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানগণ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
ওই ৩১ ইউপি চেয়ারম্যানের মধ্যে রয়েছেন ডোমার উপজেলায় ১০ জন, ডিমলায় ৭ জন, কিশোরগঞ্জে ৯ জন ও সৈয়দপুরে ৫ জন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, সৈয়দপুর উপজেলা পষিদের চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।