21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় রিক্সাভ্যানের যাত্রী নিহত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বাইপাস মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যাটারীচালিত রিক্সাভ্যানের যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার বেলা ২টা ৪৫ মিনিটে বাইপাসের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের মৃত তছিম উদ্দিনের পুত্র। এ দূর্ঘটনায় ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৬) ও নিহত ব্যক্তির পুত্র ওই ভ্যানের যাত্রী আবু কালাম (২৬) আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাইপাস মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে দিনাজপুরগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৩-৭৯৫৪) সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত রিক্সাভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ অপর দুই যাত্রী পিতা-পুত্র গুরুতর আহত হয়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয় নিশ্চিত করে জানান, কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়