29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

চিকলী নিউজ : রংপুর জেলা কমিউনিটি সেন্টার হলে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেক্লাব রংপুর বিভাগীয় সম্মেলন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন, রংপুর বিভাগীয় সভাপতি আঃ আজিজ চৌধুরী সাঈদ সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ ফজলুল কবীর, বাংলাদেশ প্রেস ক্লাবের মহাসচিব সোহেল রানা।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীন সম্পাদক সুজন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য সভাপতি ফরিদ খাঁন বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব ছায়ার মত সব সময় আপনাদের সাথে থাকবে ও আমার কোনো সহকর্মীর উপর কেউ অন্যায় ভাবে কোন হামলা মামলা দেয় তদন্ত না করে সেই মামলার প্রতিবাদ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ৮ টি জেলার ৫৮ টি উপজেলার সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন আরও বলেন, আমাদের সহকর্মী যে কোন বড় ধরনের রোগে আক্রান্ত হলে সেই সহকর্মীর সকল খরচ বহন করবে বলে নিশ্চিত করেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের আহবায়ক শহীদুল ইসলাম চৌধুরী, নীলফামারী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাইনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল বারী, গাইবান্ধা জেলার সভাপতি মহাজ্জেম হোসেন আকন্দ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ কেএম শফিকুল ইসলাম সান্টু, লালমনিরহাট জেলা শাখার সভাপতি, এস আর শরিফুল ইসলাম রতন প্রমুখ সহ রংপুর বিভাগের ৮ জেলার সকল উপজেলার সকল সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়