আকাসাদ্দৌল্লা আকাশ (ভ্রাম্যমান প্রতিনিধি, চিকলী নিউজ) : নীলফামারী সৈয়দপুরে করোনা সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ না মানায় ৬ মামলায় ১ জনের ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানায় আজ (২৫ জুলাই) রবিবার সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ওই দন্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের তৃতীয় দিন শহরের শহীদ ডাঃ শামসুল হক রোডের কাপড় ব্যবসায়ী জুবায়ের (৩০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জানা যায়, কাপড় ব্যবসায়ী জুবায়ের বাড়ী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে। তার পিতার নাম মোঃ ফজলুর রহমান।