চিকলী ডেস্ক নিউজ : বগুড়া জেলা আওয়ামী লীগের পর এবার সদস্য পদ থেকে মাহবুবা নাসরিন রূপা কে অব্যাহতি প্রদান করেছে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৪ জানুয়ারী) উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদ মোতাবেক ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সাথে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মাহবুবা নাসরিন রূপার জড়িত থাকার বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে।
তার এমন কর্মকান্ড দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় মাহবুবা নাসরিন রূপা কে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।