33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, ঠান্ডায় কাবু মানুষ

চিকলী নিউজ : ঠান্ডা হিমেল বাতাস আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চল। গত কয়েক দিন ধরেই দিনাজপুরে তীব্র শীত। আজ বুধবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বনিম্ন চার-পাঁচ কিলোমিটার থেকে সর্বোচ্চ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। 

দিনাজপুর ছাড়াও নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি, রংপুরে ১২ দশমিক ৩ ডিগ্রি, রাজারহাটে (কুড়িগ্রাম) ১২ ডিগ্রি, বগুড়ায় ১২ ডিগ্রি। 

এদিকে হিমেল বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশা শীত বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছে বৃদ্ধ, শিশুসহ সব বয়সের মানুষ। বিশেষ করে গ্রাম ও নদীতীরবর্তী এলাকায় বাস করা গরিব ও ছিন্নমূল মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। 

দিনাজপুরের চিরিরবন্দর উপলোর বড় গ্রামের শ্রমিক মমিনুল ইসলাম বলেন, ‘গত দুই-তিন দিন ধরে কাজে যাইনি। শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাসায় বসে আছি। এই ঠান্ডায় কাজে যাওয়া যায় না।’

সদরের রামনগর বাজারে কাজের সন্ধানে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘এত ঠান্ডা আমরা গরিব মানুষগুলো বিপদে পড়েছি। ঠান্ডার জন্য মানুষ কাজ দিতে চাচ্ছে না। আর কয়দিন গেলে না খেয়ে থাকতে হবে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ দশমিক ৫ ডিগ্রি। পাশাপাশি একটি মৃদু শৈত্যপ্রবাহ দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়