চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মামুন সরকার (৪৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৯ জানুয়ারি) ভোর ৪টায় শহরের বাঙালিপুর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আল-মামুন সরকার দুদফা সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, নিহতের গ্রামের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের খিয়ারপাড়ায় প্রথম জানাজা ও শহরের দারুল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।