26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে এশিয়ান টেলিভিশনের ৯ম পেরিয়ে ১০ম বর্ষপূর্তি পালিত

চিকলী নিউজ : ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন। এ স্লোগানকে সামনে নিয়ে সৈয়দপুরে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর প্লাজার রেডচিলি হলরুমে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।

এছাড়াও বক্তব্য বলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নীলফামারী সাকির হোসেন বাদল, প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, অধ্যক্ষ আসাদুজ্জামান, ইত্তেফাক সৈয়দপুর প্রতিনিধি আমিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ মকছুদ আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন সৈয়দপুর প্রতিনিধি এম এ করিম মিষ্টার, সংবাদ সৈয়দপুর কাজী জাহিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভোরের কাগজ সৈয়দপুর প্রতিনিধি জিকরুল হক, সময় টিভির চিত্র সাংবাদিক আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল), সাপ্তাহিক চিকলী’র নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মানিক), দৈনিক আমার বার্তা’র সৈয়দপুর প্রতিনিধি আকাসাদৌল্লা আকাশ, সাংবাদিক মাইনুল হক, আজাদ, মোমেন, তাজু, এটিএম খুরশিদ (পারভেজ), মাসুম বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহসিন মন্ডল মিঠু প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম। এটি পরিচালনা করেন এশিয়ান টেলিভিশন কিশোরগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম। সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোখছেদুল মোমিন ও এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম কেক কেটে সবার মুখে তুলে দেন। অনুষ্ঠানে পূর্বে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. ওহাব সানী।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়