চিকলী নিউজ : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে দেশব্যাপি বিধিনিষেধ শুরু হয়েছে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)। কিন্তু এই বিধি নিষেধের কোন তদারকি নেই নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। মাস্ক বিহীন চলছে মানুষ। এমনটি দেখা গেছে আজ (১৭ জানুয়ারি) সোমবার । এরইমধ্যে গত রবিবার শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় একজন নাইজেরিয়া প্রবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বিদেশ যাওয়ার জন্য দিনাজপুর পিসিআর ল্রাবে টেষ্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। এ তথ্যটি নিশ্চিত করেন, সৈয়দপুর স্বাস্থ বিভাগের কর্মকর্তা ডা. আলেমুর বাশার। দেশে করোনাভাইরাসে শনাক্তের হার প্রতিদিনই বাড়লেও সৈয়দপুরে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অনেকের মাঝে দেখা গেছে অনীহা । প্রায় ৮০ থেকে ৯০ ভাগ মানুষ সামাজিক দূরত্ব তো দুরের কথা মাস্ক বিহীন নির্বিঘেœ শহরে চলাচল করছে। সৈয়দপুরে এমন চিত্র এখন দেখে বোঝার উপায় নেই যে দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে।
এছাড়াও উপজেলার প্রতিটি মার্কেটের দোকান ও ব্যবসায়ীদের মুখে মাস্ক ছাড়াই গাদাগাদি করে মালামাল বিক্রি এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শহরের পাঁচমাথা মোড়, নিউ ক্লথ সুপার মাকের্ট, উত্তরের বৃহত শপিংমল সৈয়দপুর প¬াজা, শহরের বাসটার্মিনাল ঘুরে দেখা গেছেছ একই চিত্র।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সতর্ক করে বিধিনিষেধ আরোপ করা হলেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি। তিনি আরও বলেন, নিজেকে সচেতন হতে হবে ও অপরকেও সরচতন করতে হবে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন জানান, ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে পাশাপাশি প্রশাসনও রাস্তায় নামবে ।