38.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ১২ জানুয়ারি সৈয়দপুর ও কিশোরগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সদস্য চাঁদপুর জেলার কচুয়া লক্ষিপুর এলাকার মাওলানা হারুন-অর-রশিদের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(শুভ) ওরফে বকুল সৈয়দপুরে আস্তানা জমায়।

গত বছরের ২৪ ডিসেম্বর বাঁশবাড়ীর আকরাম নামে একজনের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল রাতে তার বাসা থেকে চুরি করে নিয়ে যায়। ওই মোটর সাইকেল মালিক বিষয়টি থানায় অবহিত করে। তারই সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১২ জানুয়ারি ঢেলাপীর আবাসন ঈদগাহ মাঠ এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার জাহিদুল ওই মোটর সাইকেল বিক্রি করে কিশোরগঞ্জের মাগুড়া চেকপোস্ট দর্জ্জিপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে মনিরুজ্জামান সোহাগের কাছে। সোহাগ হল চোরাই মোটর সাইকেল ক্রয়কারী। পরে সৈয়দপুর থানা পুলিশ কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় সোহাগের বাড়ীতে অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করে।
পরদিন তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। 
উভয়ের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়