33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

বালুভর্তি ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা : ‍দিনাজপুর রুটে ১২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

চিকলী নিউজ : দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন থেকে দোলন চাপা এক্সপ্রেসের(৭৬৮ ডাউন) এমটি র‌্যাক নিয়ে একটি ট্রেন দিনাজপুর যাওয়ার পথে মন্মথপুর স্টেশনের অদূরে যশাই রেল গেটে একটি বালু ভর্তি ট্রাককে ধাক্কা দিলে  স্বরনাতীথ ট্রেন দূর্ঘটনা ঘটে। এ ঘটনাটি ঘটে আজ বুধবার (৫ জানুয়ারী) ভোর রাতে ।সরেজমিনে গিয়ে দেখা যায় দুমড়ে মুচড়ে যাওয়া দোলন চাপাার ৫টি র‌্যাক ও বালু ভর্তি মুচড়ে যাওয়া ট্রাকের বিভৎস চিত্র। এ ঘটনায় লোকোমেডিভের (ইঞ্জিন নং ২৯১২) ড্রাইভার আব্দুর রশিদ এবং এ,এল,এম মোঃ ইউনুস আলী  দারুন ভাবে আহত হয়েছেন। এমটি র‌্যাক হওয়ার কারণে যাত্রী না থাকায় অতিরিক্ত  হতাহতের ঘটনা ঘটেনি। আহতকে আশঙ্কা জনক অবস্থায় পার্বতীপুর রেলওয়ে  হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ট্রেনের পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

এ ঘটনায় প্রায় ১২ ঘন্টা যাবৎ ঐ রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে সংবাদ পাঠানো পর্যন্ত। পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলীর সাথে যোগাযোগ করা  হলে  যানান পঞ্চগড় ও দিনাজপুর থেকে ছেড়ে আসা সকল আন্তঃনগর ট্রেন আটকা পড়েছে এবং সেই সাথে ঢাকা থেকে আগত আন্তঃনগর ট্রেন গুলোও পার্বতীপুরে আটকে আছে। এ সংবাদ পাঠানো পর্যন্ত উদ্ধার  কাজ ও তদন্ত টিম গঠনের প্রক্রিয়া চলছিল। ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন দিনাজপুর রেলওয়ের এ,ই,এন তারিকুল ইসলাম সহ রেলওয়ের উচ্চ কর্মকর্তা  ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়