29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

৫ জানুয়ারী পার্বতীপুরে ইউপি নির্বাচন

চিকলী নিউজ : দিনাজপুরের পার্বতীপুরে আগামীকাল বুধবার (৫ জানুয়ারী) ৫ম ধাপের ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। পিন পতন নিরাপত্তা বিষ্টনীর মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যাক্ত করা হয়েছে। ৮ইউনিয়নে ৪৯ জন বৈধ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বদ্ধীতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টীর প্রার্থী রয়েছে। ৮ ইউনিয়নের ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ১২৩ জন। বুথ সংখ্যা ৭৫ এ সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১১ এবং  সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৯৪ জন প্রার্থী প্রতি প্রতিদ্বদ্ধীতা করছেন। মাঠ জরিপ থেকে জানা যায় মূলতঃ ৮টি ইউনিয়নেই সরকার দলীয় প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বদ্ধীতা হবে।

এসবের মধ্যে চেয়ারম্যান পদে বেলাইচন্ডি ইউনিয়নে ত্রিমুখী মন্মথপুর ইউনিয়নে ত্রিমুখী চন্ডিপুর ইউনিয়নে দ্বিমুখী মোমিনপুর ইউনিয়নে দ্বিমুখী মোস্তফাপুর ইউনিয়নে দ্বিমুখী হাবড়া ইউনিয়নে দ্বিমুখী হামিদপুর ইউনিয়নে ত্রিমুখী এবং হরিরামপুর ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে বলে ভোটারদের অভিমত।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে জানান, আনন্দ উৎফুল্লতা নিয়ে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে পার্বতীপুরে। ভোটাররা যে যার মত স্বাধীনভাবে ভোট দিবেন। উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিমের সাথে কথা হলে জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু ক্ষণ গননার পালা। এ সংবাদ পাঠানো পর্যন্ত সর্বস্তরের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি পার্বতীপুর শহরে লক্ষ্য করা গেছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়