29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালন

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে  দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোখছেদুল মোমিন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা পল¬ী উন্নয়ন অফিসার আল মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সৈয়দপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের হাতীখানা গাউসিয়া এলাকায় বাসিন্দা নারী হোটেল শ্রমিক  বিধবা ফরিদার হাতে বিধবা ভাতার বই তুলে দেয়া হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়