29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে জেঁকে বসেছে শীত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে শীতের তীব্রতা বাড়ায় জেঁকে বসেছে শীত। রোববার (২ জানুয়ারি) উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এমনটি জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।গত দুদিন থেকে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষজন। ঘন মেঘে ঢেকে আছে গোটা অঞ্চল। সকাল ১০ টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।  সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল ঠান্ডা হাওয়া। দুপুর ১২ টার দিকে সূর্যদেখা দিলেও বিকেল ৫টা থেকে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়তে থাকে।

অপরদিকে শীতের কারণে বিপাকে পড়েছে বয়স্ক, শিশু ও  নিু আয়ের মানুষ।ঠান্ডা বেড়ে যাওয়ায় গ্রামীণ জনপদের মানুষ, বিশেষ করে এসব এলাকার শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাঁরা কাজে যেতে পাছেননা। প্রতিদিন হাসপাতালগুলোতে শীতজনিত রোগের রোগীর ভিড় বাড়ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।শহরের হাতীখানা বানিয়াপাড়া  গ্রামের আমিনুল হক বলেন, ‘কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা শুরু হয়েছে। এই ঠান্ডায় আলুখেতে কাজ করতে ইচ্ছে হচ্ছে না। একই কথা বলেন শহরের রিক্সা চালক আনোয়ার হোসেন (৫০)।  অপরদিকে বাঙ্গালীপুর ইউনিয়নের আজিজ মিয়া বলেন, যতই ঠান্ডা হোক না কেন আমাদের কাজ করতে হয়। একদিন কাজ না করলে যে সংসার চলে না।এ উপজেলায় ইতোমধ্যে কয়েকটি সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল্ল¬।সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তাঁকে না পাওয়ায় এ উপজেলায় সরকারিভাবে বিতরণকৃত শীতবস্ত্রের তথ্য দেয়া সম্ভব হলনা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়