চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে নতুন বছরের সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে বই বিতরণ। সৈয়দপুর উপজেলায় ৫৭ হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ১৭ হাজার বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।গতকাল সকালে শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প পরিসরে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিজওয়ানুল হক, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, পাবনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডা: মাসুদুর রহমান ও সাংবাদিক এম. ওমর ফারুক। অনুষ্ঠানে ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদেরমাঝে বই বিতরণ করা হয়।পরবর্তিতে ক্লাশ চলাকালীন অন্যান্য শ্রেণির বই বিতরণ করা হবে, এমনটি জানিয়েছেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার রুহুল আলম।
সৈয়দপুর প্রাথমিক শিক্ষা অফিসসূত্র জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৮টি, কিন্ডারগার্টেন ও এনজিও ভূক্ত মিলে মোট ২৯৭ টি স্কুলের শিক্ষার্থী, সরকারি প্রাথমিকে ১৭ হাজার ৫শত, কিন্ডারগার্টেন এবং এনজিও ভূক্ত বিদ্যালয়ের ১৩ হাজারসহ মোট ৩০ হাজার ৫ শত শিক্ষার্থীদের মাঝে ১লাখ ৬৭হাজার ১৫০টি বই বিতরণ করা হয়।অপরদিকে সৈয়দপুর মাধ্যমিক শিক্ষা অফিসসূত্র জানায়, মাধ্যমিক ৪০টি স্কুলে ১৮ হাজার শিক্ষার্থী, ১৬ টি দাখিল মাদ্রাসায় ৮ হাজার ও ১৭টি এবতেদায়ী মাদ্রাসায় ১হাজার শিক্ষার্থীসহ মোট ২৭ হাজার শিক্ষার্থীদের মাঝে ৪৯ হাজার ৮৫০ টি বই বিতরণ করা হয়। স্কুল শাখায় ৭ শ্রেনী, মাদ্রাসা (এবতেদায়ী) ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি ও দাখিল মাদ্রাসা শাখায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়েছেন।