24.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১৯, ২০২৫

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিব চৌধুরীর গণজোয়ার

চিকলী নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর  উপজেলার ৪ নং বোতলাগাড়ী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটোরিকশা প্রতীক স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী  মোঃ আহসান হাবিব চৌধুরীর গণজোয়ার উঠেছে। এলাকার ভোটারদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। সৈয়দপুর  উপজেলার ৪নং বোতলাগাড়ী  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মরহুম হামিদুল হক ঝন্টু চৌধুরীর সুযোগ্য পুত্র ও মরহুম সাবেক চেয়ারম্যান হেলাল চৌধুরীর বড় ভাই আহসান হাবিব চৌধুরী প্রগতিশীল সাধারণ মানুষের সেবায় নিয়জিত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন।

বোতলাগাড়ী ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে পাড়ায় মহল্লায় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। হাবিব চৌধুরীর  সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চলছে জোরেশোরে। ইউনিয়নের প্রতিটি ওয়াড গ্রামের বাজার গণসংযোগ করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ ভোটাররা। তিনি বলেন বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও মসজিদ,মন্দিরসহ অনুদান, অত্র এলাকার কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই, তিনি আরও বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে  অত্র  ইউনিয়নবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চাই এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করছি।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়