চিকলী নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে মধ্যরাতে অগ্নিকান্ডের প্রতিবাদে গত ১৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখে বিকাল সাড়ে ৪টার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগ উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মুফতি গোলাম রব্বানী, সভাপতি – ইসলামী যুব আন্দোলন, সৈয়দপুর উপজেলা, ০৪ নং বোতলাগাড়ী হাতপাখা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজ নুরুল হুদা, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সৈয়দপুর উপজেলা শাখা, মাওলানা ছদর উদ্দীন, সভাপতি – ইসলামী আন্দোলন বাংলাদেশ, সৈয়দপুর উপজেলা শাখা, মোঃ গোলাম রব্বানী দুদু মিয়া, সভাপতি – ইসলামী যুব আন্দোলন, নীলফামারী জেলা শাখা ও মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, সেক্রেটারী – ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা।
সভায় বক্তরা ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবী করেন। তা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে বলে জানান।
উল্লেখ্য, সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ টি গরুসহ ১৫ টি ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র, স্বর্ণালংকার, ধান, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে অবরুদ্ধ হয়ে পড়া ৫ টি পরিবারের ৩৫ জন মানুষ অল্পের জন্য রক্ষা পেয়েছে। গত ১১ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী কাচারীপাড়ার এ অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।