29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু

চিকলী নিউজ : নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ওই ইউনিয়নের মনসাপাড়া গ্রামের বউবাজার নামক স্থানের রেল ক্রসিং সংলগ্ন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো রিকশাচালক রেজোয়ান আলীর তিন শিশুসন্তান লিমা আকতার (৭), রেশমা খাতুন (৫) ও মমিনুর রহমান (৩) এবং প্রতিবেশী আনোয়ার হোসেনের পুত্র শামীম হোসেন (৩৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ধারে নিহতদের বাড়ি। সেখানে রেল সেতুর সংস্কারকাজ চলছিল। শিশুরা সেতুর ওপর বসে সেতু সংস্কারের কাজ দেখছিল। ওই সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল ট্রেন সেতুর ওপরে আসে। এ সময় সেতুর পাশে দাঁড়িয়ে থাকা শামীম হোসেন শিশুদের বাঁচানোর চেষ্টা করতে গেলে তিনিসহ কাটা পড়ে তিন শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান। 

ঘটনার পর এলাকাবাসী চিলাহাটি-পার্বতীপুর ওই রেলপথে চলাচলকারী খুলনা মেইল ট্রেনটি আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা রেললাইনের খোলা লেভেল ক্রসিংয়ে গেটম্যানসহ গেট নির্মাণ এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানায়।

পুলিশ সুপার রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা আটক ট্রেনটি ছেড়ে দেয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়