29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

বায়ুদূষণ: দিল্লিতে বন্ধ স্কুল-কলেজ, হোম অফিস চালু

চিকলী ডেস্ক নিউজ : ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি ও আশপাশের এলাকাগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

একইসঙ্গে ২১ নভেম্বর পর্যন্ত অফিসের ৫০ শতাংশ কর্মচারীর বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নির্মাণকাজও।

মঙ্গলবার রাতে দিল্লি ও আশপাশের অঞ্চলগুলোর বায়ুমান ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশন-সিএকিউএম এসব নির্দেশনা জারি করে। খবর এনডিটিভির

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি অনলাইনে ক্লাস নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের শহরগুলোর সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে ২১ নভেম্বর পর্যন্ত হোম অফিস করতে বলা হয়েছে। আর দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করার জন্য জোর দেওয়া হয়েছে সিএকিউএমের নির্দেশনায়।

নির্দেশনা অনুযায়ী, জরুরি পণ্য সরবরাহকারী পরিবহন ছাড়া কোনো ট্রাক ২১ নভেম্বর পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি পাবে না। পরিস্থিতি বুঝে বাড়ানো হতে পারে এ সময়সীমাও।

২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে নির্মাণকাজও। তবে ছাড় পাবে রেল, মেট্রো, বিমানবন্দর, বাস টার্মিনাল এবং সামরিক প্রকল্পের নির্মাণ। দূষণ কমাতে দিল্লির ৩০০ কিলোমিটারের মধ্যের ছয়টি তাপবিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএকিউএমের নির্দেশনা অনুযায়ী, ১০ থেকে ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল এবং ডিজেলচালিত গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না। বিশেষ অনুমতি ছাড়া যানবাহন চালালে চালকদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি কারণ ছাড়া চালু করা যাবে না ডিজেলচালিত জেনারেটরও। দূষণ নিয়ন্ত্রণে দিনে তিনবার পানি ছিটানোসহ নানা ব্যবস্থা নিতে হবে। রাস্তার ওপর নির্মাণ সরঞ্জাম রাখলে শাস্তির মুখে পড়তে হবে। আবর্জনা রাখলেও মিলবে একই ধরনের শাস্তি।

ভারতের আবহাওয়া বিভাগের পরামর্শের জেরে সিএকিউএম এসব নির্দেশনা জারি করেছে। আবহাওয়া বিভাগের হিসাব–নিকাশ বলছে, আগামী কয়েক দিন দিল্লি অঞ্চলের বাতাসের মান খারাপ থাকতে পারে। গড়াতে পারে মারাত্মক পর্যায়েও। তবে ২১ নভেম্বরের পর পরিস্থিতি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বায়ুমান সূচকে দিল্লির স্কোর ছিল ৫০০-এর মধ্যে ৪০৩। এর অর্থ বাতাসের দূষণের অবস্থা মারাত্মক।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়