26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সন্তান হত্যার করে থানায় জিডি করেন বাবা, অতঃপর গ্রেফতার

চিকলী ডেস্ক নিউজ : কুমিল্লার দেবিদ্বারে বাবার হাতে পাঁচ বছর বয়সী শিশুকন্যা ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় বাবা আমির হোসেনসহ অন্যান্য আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

এর আগে গত রবিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের নজরুল মাস্টারের বাড়ির সামনের একটি ঝোপ থেকে নিখোঁজের সাত দিন পর বাজারের ব্যাগে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এএসপি ইমরান জানান, গত সাত নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ ও মাইকিং করে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন ১১ নভেম্বর থানায় উপস্থিত হয়ে মেয়ের নিখোঁজ হওয়ায় নিয়ে নিজেই সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-১১ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে।

তিনি বলেন, ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত তার বাবা আমির হোসেনসহ অন্যান্য আসামিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুধবার (১৭ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়