29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

ডিমলায় তিস্তায় নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার

ডিমলা : ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ দৌলতপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র মনসুর আলী (৩৩) গরু ব্যবসায়ী গত ২০ অক্টোবর সকাল অনুমান ১১ টায় নিজ বাড়ি হইতে গরু ক্রয়ের উদ্দেশ্যে কলোনী হাটে যায় । যাওয়ার পর ঐদিন রাত্রীতে বাড়ি ফেরত না আসায় বাড়ীর লোকজন হাটবাজার সহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ী খোঁজা খুজি করে কোন সন্ধান না পাওয়ায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী সাহিদা বেগম গত ২৪ অক্টোবর ডিমলা থানায় একটি সাধারন ডাইরী করে।এলাকাবাসী সুত্রে জানা যায় মনসুর আলী দীর্ঘদিন যাবত ভারতীয় গরু পাচারকারী ব্যবসার সাথে জড়িত।

এলাকাবাসীর ধারনা সে ঐদিন ভারত থেকে গরু আনতে গিয়ে তিস্তা নদীর আকস্মিক বন্যায় প্রবল স্রোতে রাতের মুখে পড়ে মর্ম্মান্তিক মৃত্যু হয় বলে জানা যায়।সকাল ১১ ঘটিকায় খগাখড়িবাড়ী ইউনিয়নে পাগল পাড়া পূর্ব দিকে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রিত গোড়িং বাঁধ সংলগ্ন নদীতে স্থানীয়রা একটি লাশ দেখেতে পেয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথনকে সংবাদ দিলে তিনি ডিমলা থানায় অবগত করলে ডিমলা থানার ওসি তদন্তের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।এ বিষয়ে ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব সংবাদকর্মীকে বলেন প্রাথমিক সুরতহাল শেষে আজ বিকেলে ময়না তদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হয়েছে ।  

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়