33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

হরিপুরে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

হামিদুল ইসলাম বাবু (হরিপুর প্রতিনিধি) : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত বুধবার বিকেল ৩টায় ৫ নং হরিপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার এসএ করিমের নিকট রফিকুল ইসলাম তার মনোয়নপত্র দাখিল করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি ও একজন সফল ব্যবসায়ী ৫নং হরিপুযর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করে পুরোদমে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। তার এই নির্বাচনী প্রচারণায় ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ ইউনিয়নের সকল পাড়া মহল্লায় নির্বাচন পরিচিালনা কমিটি গঠনসহ ভোটারদের সাথে কূশলবিনিময় করছেন। দিনরাত ভোটারদের কাছে গিয়ে উন্নয়ন মূলক বিভিন্ন প্রশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে পরিশ্রম করে যাচ্ছেন৷ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় সকল শ্রেণী মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণ মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়াও তিনি মসজিদ, মন্দির অনুদান, রাস্তা-ঘাট সংস্কার সহ বিভিন্ন সমাজসেবক মূলক কাজ করে যাচ্ছেন।করোনা ভাইরাসের সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার ব্যক্তিগত ভাবে অসহায় মানুষের মাঝে সাবান, ম্যাক্স ,নগদ টাকা সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারেরা ভোট বলেন, দীর্ঘদিন আমাদের ইউনিয়নে রফিকুল ইসলাম ব্যক্তিগত ভাবে গরীব-অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। আসন্ন নির্বাচনে রফিকুল ইসলামের কোনো বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক ভূমিকা রাখবেন।চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, নিজকে সব সময় জনগনের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি। তাই এই ইউনিয়নের জনগণ আমার সাথে রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এইবার ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করবে না নির্দেশনা থাকলেও ইউনিয়নবাসীর অনুরোধে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র দাখিল করলাম। আমার উপরে এই ইউনিয়নের মানুষের আস্থা আছে । কারণ আমি দীর্ঘ দিন এই ইউনিয়নের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম৷ তাই আমি জনগণের প্রার্থী হয়ে এবার নির্বাচনে অংশ করছি ৷ আমি আশাবাদী সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়