চিকলী নিউজ : নীলফামীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকে বহিস্কার করা হয়েছে। সংগঠন বহিভূত কার্যকলাপে জড়িত ও সুষ্ঠ ধারার রাজনৈতিক না মানার অভিযোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিস্কার করা হয়েছে ইমরান খান নাদিমকে। সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর পৌর শাখার সাধারন সম্পাদক এর দায়িক্তে ছিলেন।
উল্লেখ্য যে, গতকাল (১১ অক্টোবর) সোমবার সকালে ইয়াবাসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি দল। সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় তাঁর নিজ বাসা থেকে ১শত ৭০পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে ওই এলাকার ওসমান গণির ছেলে।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সৈয়দপুর থানায় একটি মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।
এ ঘটনার পর পরেই সংবাদটি বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগে ভাইরাল হলে তা দৃষ্টিগোচর হয় জেলা ও স্থানীয় নেতাদের। এরই প্রেক্ষিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক গতকাল স্বাক্ষরিত এক পত্রে তাঁর বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।